ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস চ্যাম্পিয়ন ‘র‌্যাবিটহোল’
অনলাইন ডেস্ক

দেশের তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী সেবাপ্রদানের স্বীকৃতিস্বরূপ  ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২২’-এ ‘গণমাধ্যম ও বিনোদন’ বিভাগে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে ক্রীড়া ও বিনোদন জগতের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘র‌্যাবিটহোল’। সোমবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত বেসিস অ্যাওয়ার্ডস এর পঞ্চম আসরে প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার প্রদান করা হয়। 

এবারের ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২২’ জয়ের পাশাপাশি অ্যাপিকটা অ্যাওয়ার্ডস-এর আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্যও নির্বাচিত হয়েছে ‘র‌্যাবিটহোল’। অ্যাপিকটা অ্যাওয়ার্ডস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতের অস্কার হিসেবে পরিচিত।

এদিন ‘র‌্যাবিটহোল’-এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং কঙ্গোর (ডিআরসি) অনারারি কনসাল হিজ এক্সিলেন্সি (এইচই) জিয়াউদ্দিন আদিল। এ সময় উপস্থিত ছিলেন, র‌্যাবিটহোল-এর হেড অব অপারেশন্স নাজমুল আলম স্বরুপ ও পার্টনারশিপ জেনারেল আহসানুল হাসান সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিওবার্তা প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো যোগ দেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।

দেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখা অভিনব এবং দূরদর্শী পণ্য ও সেবা প্রকল্পসমূহকে স্বীকৃতি দিতে এবারের আসরে মোট ৩৬টি ক্যাটাগরিতে ৬৮টি পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্ত সেরা প্রকল্পসমূহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় তথ্যপ্রযুক্তি খাতের অস্কার হিসেবে খ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডস-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর