ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের কোম্পানি প্রধান আলীনুর রহমান
অনলাইন ডেস্ক
মো. আলীনুর রহমান

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের কোম্পানি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবাসন খাতের প্রতিথযশা ব্যক্তিত্ব মো. আলীনুর রহমান। তিনি প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক-ডিএমডি হিসেবে এই দায়িত্ব গ্রহণ করেছেন। 

এর আগে, দেশের প্রথম রিয়েল এস্টেট সেক্টরের সেকেন্ডারি বিজনেস প্রতিষ্ঠান রাতুল প্রপার্টিজ লিমিডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। আলীনুর রহমান গত ২৫ বছর ধরে দক্ষতার সাথে আবাসন শিল্প, ব্যাংকিং ও বহুজাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন  গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বর্ণাঢ্য এই ক্যারিয়ারে তিনি বিক্রয় পর্যবেক্ষণ এবং অপারেশনাল ব্যবস্থাপনা, ব্যবসা উন্নয়ন, ব্র্যান্ড এবং মার্কেটিং, গ্রাহক সেবা, সি আর এম ও  নির্মাণ ব্যবস্থাপনা বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেন। ১৯৯৫ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংসহ ২০০৭ সালে মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন আলীনুর রহমান।

রাতুল প্রপার্টিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি বিটিআইতে নির্বাহী পরিচালক হিসেবে এবং বিপ্রপার্টিতে হেড অব কর্পোরেট সেলস পদে কর্মরত ছিলেন। 

এর আগে, তিনি ব্র্যাক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, ওডিসি ডেভেলপমেন্টে হেড অব অপারেশন, শেলটেক লিমিটেডের হেড অব কাস্টমার সার্ভিস, এস্যুরেন্স ডেভেলপমেন্টে কাস্টমার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জেনারেল ম্যানেজার এবং এসেট ডেভেলপমেন্টে কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।    দায়িত্ব নিয়ে মো. আলীনুর রহমান বলেন, সর্বোচ্চ লেভেলের গ্রাহক সেবা নিশ্চিত করে আন্তর্জাতিক মানের আবাসনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে যুক্ত করবে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। 

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর