ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘সারা’র পোশাকে বিজয়ের গৌরবগাথা
প্রেস বিজ্ঞপ্তি

পোশাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবগাথা তুলে ধরতে ‘সারা’ লাইফস্টাইল নিয়ে এসেছে অনন্য আয়োজন। ‘সারা’ লাইফস্টাইলের সংগ্রহে এবার মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের নানা অনুষঙ্গ বিভিন্নভাবে স্থান পেয়েছে। এছাড়া সাদা-লাল-সবুজের সংমিশ্রণে বিভিন্ন ডিজাইন প্রতিটি পোশাকেই এনেছে ভিন্ন সৌন্দর্য। লাল-সবুজ যেহেতু আমাদের জাতীয় পতাকার রঙ, তাই পোশাকে এই দুটি রঙের সংমিশ্রণ ঘটিয়ে আনন্দের রঙ সৃষ্টি করা হয়েছে। এভাবেই স্বাধীনতার রঙে সেজেছে এবারের ‘সারা’ লাইফস্টাইলের সংগ্রহ।

‘সারা’ লাইফস্টাইলের বিজয় কালেকশন এবার রূপ দেয়া হয়েছে কাপড়ের ক্যানভাসে। সাদা, লাল ও সবুজে ফুটেছে ১৯৭১ সালের বিজয়ের ছবি। বিভিন্ন রঙের শেডও এক্ষেত্রে পরিপূরক হয়েছে।

‘সারা’ লাইফস্টাইল বিজয় দিবসের সংগ্রহে পুরুষদের জন্য নিয়ে এসেছে পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট। নারীদের জন্য ‘সারা’র এবারের সংগ্রহে থাকছে এথনিক কুর্তি, টপস, থ্রি পিস। এছাড়া শিশুদের জন্যও ‘সারা’ লাইফস্টাইল নিজেদের সংগ্রহে এনেছে বৈচিত্র্যময় পোশাক। ছেলে শিশুদের জন্য রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট এবং মেয়ে শিশুদের জন্য রয়েছে ফ্রক, টপস, থ্রি পিসসহ আরও নানা ধরনের পোশাকের সংগ্রহ। এছাড়া ‘সারা’ লাইফস্টাইলের নিয়মিত সকল সংগ্রহ তো থাকছেই। আর দাম একদমই নাগালের মধ্যেই। ১০০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকার মধ্যে এসব পোশাক কিনতে পারবেন ক্রেতারা। তাই এবার বিজয়ের উদযাপন হোক ‘সারা’ লাইফস্টাইলের পোশাকে।

আউটলেটের পাশাপাশি ‘সারা’র নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে ‘সারা’ দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর