দ্বীপরাষ্ট্র মালদ্বীপের সৌন্দর্য অবলোকন করার সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স নানাবিধ হলিডে প্যাকেজ ঘোষণা করেছে।
সাদা বালি আর নীল জলরাশির বিশালতা উপভোগের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিজনের জন্য নূন্যতম ৪৯,৭৯০ টাকায় দুই রাত তিন দিনের ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স সপ্তাহে চারদিন ঢাকা-মালে রুটে ফ্লাইট পরিচালনা করছে। প্রতি রবি, মঙ্গল, বুধ ও শুক্রবার সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মালে থেকে দুপুর ১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মালদ্বীপের বিভিন্ন দ্বীপে বিশেষ করে ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় দ্বীপ হুলুমালে, মাফুশি, প্যারাডাইজ আইল্যান্ড, সান আইল্যান্ড, ফিহালোহি আইল্যান্ড ও হুরুভালহি আইল্যান্ড এর বিভিন্ন হোটেল ও রিসোর্টের সাথে আকর্ষণীয় সুবিধাসহ বিভিন্ন হলিডে প্যাকেজ দিচ্ছে ইউএস-বাংলা।
ভ্রমণ প্যাকেজগুলো সাধারণত দুইজনের জন্য প্রযোজ্য। প্যাকেজে রয়েছে সকল প্রকার ট্যাক্সসহ ঢাকা-মালদ্বীপ-ঢাকা রিটার্ন এয়ার টিকেট। স্পিডবোটে এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফার সুবিধা। সকালের নাস্তাসহ নানাবিধ সুবিধা।
বিভিন্ন আইল্যান্ড ছাড়াও মালদ্বীপের রাজধানী মালেতে ইউনিমা গ্র্যান্ড হোটেলে নূন্যতম ৫২,৬৯০ টাকার প্যাকেজে ঢাকা-মালে রিটার্ন এয়ার টিকেট, এয়ারপোর্ট ট্রান্সফারসহ প্যাকেজের সকল সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
মাফুশি আইল্যান্ডের আইকম মেরিনা সি ভিউ, হোটেল এরিনা বিচ, ট্রাইটন প্রেস্টিজ হোটেল, কানি গ্র্যান্ড, কানি পাল্ম, ট্রাইটন বিচ হোটেলসহ প্যারাডাইজ আইল্যান্ডের ভিলা নটিকায় ফুল বোর্ড প্যাকেজ রয়েছে। সান আইল্যান্ডের ভিলা পার্কে ফুল বোর্ড প্যাকেজ যার মধ্যে হোটেল ট্রান্সফারে রয়েছে ডমেস্টিক ফ্লাইট, ফিহালোহি আইল্যান্ড রিসোর্টে ফুলবোর্ড প্যাকেজ।
বিভিন্ন প্যাকেজের মধ্যে হুরুভালি আইল্যান্ডের দি স্টান্ডার্ড রিসোর্টের ফুলবোর্ড প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে মালে থেকে আইল্যান্ডে সি-প্লেনের মাধ্যমে ট্রান্সফার। প্যাকেজটি প্রতিজনের জন্য নূন্যতম খরচ ২,১৪,০৯০ টাকা।
মালদ্বীপের প্যাকেজগুলো আগামী ১ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। বাচ্চাদের জন্যও প্যাকেজ সুবিধা রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম