ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আইইউবিএটি পরিদর্শনে কানাডার ইউনিভার্সিটি অব রেজিনার উপাচার্য
অনলাইন ডেস্ক

কানাডায় উচ্চ শিক্ষায় আইইউবিএটির শিক্ষার্থীদের সুযোগ এবং শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদানের কৌশলের ওপর বিশেষ এক সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে।   

ঢাকার উত্তরার নিজস্ব ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) এ আয়োজন করা হয় বিশেষ সেমিনারে।

আইইউবিএটির ইন্টারন্যাশনাল অফিসের আয়োজনে সেমিনারে প্রধান আলোচক হিসাবে  উপস্থিত ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব রেজিনার উপাচার্য ড. জেফ কেসেন। এছাড়া বিশেষ অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব জাস্টিস স্টাডিজের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুল্লাহ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির চিফ ইন্টারন্যাশনাল অফিসার হারুন চৌধুরী।

অনুষ্ঠানে আলোচনার ফাঁকে তারা বিদেশে পড়াশোনার নানা সুযোগ নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটি এর কোষাধাক্ষ্য অধ্যাপক সেলিনা নার্গিস এবং সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর