ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের গোলটেবিল বৈঠক
অনলাইন ডেস্ক

ঢাকার উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি-আইইউবিএটি'র নিজস্ব ক্যাম্পাসে দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্যদের নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্জন, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা  শীর্ষক এক বিশেষ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। 

দেশের উচ্চ শিক্ষাব্যবস্থা এবং আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান, নানা পর্যায়ের প্রতিবন্ধকতা এবং তা থেকে উত্তরণের বিভিন্ন দিক নিয়ে এই গোলটেবিলে আলোচনা করা হয়। 

আইইউবিএটি’র  উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব-এর সঞ্চালনায় গোলটেবিল আলোচনায়  অংশগ্রহণ করেন  অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান, উপাচার্য, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম, উপাচার্য, সাউথইস্ট ইউনিভার্সিটি, অধ্যাপক ড. ফরিদুল আলম, উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, অধ্যাপক ড.  ইমরান রহমান, উপাচার্য, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, অধ্যাপক ড. এম লুৎফর রহমান, উপাচার্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,  অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম মিয়া, উপাচার্য, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন, উপাচার্য, সিসিএন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অধ্যাপক ড. মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, উপাচার্য, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ,  অধ্যাপক  ড. মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস-চ্যান্সেলর, প্রাইম ইউনিভার্সিটি,  অধ্যাপক ডঃ মো. আব্দুল মান্নান চৌধুরী, উপাচার্য, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি,  অধ্যাপক ড.  মুহাম্মদ আবুল কাশেম, উপাচার্য, তিস্তা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. মুহাম্মদ ফাইয়াজ খান, উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, অধ্যাপক ড.  প্যাট্রিক গ্যাফনি, সিএসসি, উপাচার্য, নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ,   অধ্যাপক ড. পারভীন হাসান, উপাচার্য, কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয় ,  অধ্যাপক  ড.  কুমরুল আহসান, ভাইস-চ্যান্সেলর, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক,  অধ্যাপক ড.   এস এম ইকবাল হোসেন, ভাইস চ্যান্সেলর, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ, অধ্যাপক ড. শহীদ আখতার হোসেন, উপাচার্য, ইস্টার্ন ইউনিভার্সিটি, অধ্যাপক  ড. শাহজাহান খান, ভাইস চ্যান্সেলর, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর