ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিটিআই ও বিএমইটি’র চুক্তি
অনলাইন ডেস্ক

বার্জার ট্রেইনিং ইন্সটিটিউট (বিটিআই) এবং  জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। 

এই চুক্তি অনুযায়ী বিটিআই এবং বিএমইটি’র অধীনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক দ্বারা যৌথভাবে বছরে প্রায় পাঁচ হাজার পেইন্টারের কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর ‘পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি’ (আরপিএল)  প্রশিক্ষণের জন্য প্রস্তুত করার লক্ষ্যে কর্মসূচি পরিচালনা করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএমইটির পক্ষে উপস্থিত ছিলেন, মহাপরিচালক (গ্রেড-১) সালেহ আহমদ মোজাফফর, অতিরিক্ত মহাপরিচালক (প্রশিক্ষণ), মোহাম্মদ হাবিবুর রহমান, পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা), প্রকৌশলী মো: সালাহ উদ্দিনসহ আরও অনেকে। বিটিআই-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টসের প্রধান বিপণন কর্মকর্তা ও বিটিআই এর চেয়ারম্যান তানজিন ফেরদৌস আলম এবং বিটিআই-এর অধ্যক্ষ মো: সোলায়মান মিয়া। 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর