ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দ্রব্যমূল্য, বাজার ব্যবস্থাপনা ও প্রতিযোগিতা শীর্ষক গোলটেবিল আলোচনা
অনলাইন ডেস্ক

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি বা হ্রাস মুক্তবাজার অর্থনীতির অবিচ্ছেদ্য একটি অংশ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বিভিন্ন কারণে উঠানামা করতে পারে, যেমন মুদ্রাস্ফীতি, ডলারের মূল্য বৃদ্ধি, কাঁচামালের মূল্য বৃদ্ধি, জ্বালানিতেলের মূল্য বৃদ্ধি, কৃষিপণ্যের ক্ষেত্রে আবহাওয়া, অতিবৃষ্টি-অনাবৃষ্টি বা গরম অন্যতম। তবে মূল্য বৃদ্ধি হলেই যে বাজার ব্যবস্থাপনায় ত্রুটি রয়েছে বা বাজারে সিন্ডিকেট রয়েছে- সে ধারণা যথাযথ নয়।

শনিবার রাজধানীতে বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি (আইপি) ফোরাম আয়োজিত ‘দ্রব্যমূল্য, বাজার ব্যবস্থাপনা ও প্রতিযোগিতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা একথা বলেন। আরও বলা হয়েছে, দ্রব্যমূল্য, বাজার নিয়ন্ত্রণ, সুষ্ঠু প্রতিযোগিতা এবং ভোক্তার স্বার্থ সুরক্ষা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারে চাহিদার আনুপাতিক হারে পণ্যের সরবরাহ নিশ্চিত করা, উৎপাদক ও সরবরাহকারীদের উৎসাহিত করা, উদ্ভাবন (ইনোভেশন) ও বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখার মাধ্যমে একটি শক্তিশালী বাজার ব্যবস্থা ও ইকোসিস্টেম তৈরি হলে উৎপাদক, সরবরাহকারী এবং ভোক্তা প্রত্যেকেই উপকৃত হতে পারেন।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর