ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আরএফএল পাখির খাঁচা
প্রেস বিজ্ঞপ্তি

বাজারে এসেছে আরএফএল পাখির খাঁচা। এবিএস ম্যাটেরিয়ালে তৈরি এই খাঁচা দীর্ঘস্থায়ী হবে বলে দাবি করেছ কোম্পানিটি। 

এই খাঁচায় রয়েছে ডোর লক সিস্টেম। তাই পাখি বের হয়ে যাওয়ার শঙ্কাও কম। শক্ত তলে এই খাঁচা রাখা যাবে। ঝুলিয়েও রাখা যাবে। রয়েছে বিশেষ আংটা। খাঁচার নিচের অংশে আলাদা সলিড ট্রে দেওয়া আছে। পড়ে থাকা পাখির খাবার ও বর্জ্য পরিষ্কারের জন্য শুধু ট্রে বের করলেই হবে।

আরএফএল জানিয়েছে, পোষা পাখি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে সহজে। খাঁচাটির বাসায় ডেকোরেটিভ টুল হিসেবেও ব্যবহার করা যাবে।  

  বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর