ঢাকা, রবিবার, ৩০ জুন, ২০২৪

আজকের পত্রিকা

আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ
অনলাইন ডেস্ক

প্রতি বছরের ন্যায় এবছরও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি. আম সংগ্রহ এবং পাল্পিং কার্যক্রম শুরু করেছে।

বর্তমান বাজারে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি. তার জনপ্রিয় সব ম্যাঙ্গো ফ্রুট ড্রিংকস ও ম্যাঙ্গো বার তৈরির উদ্দেশ্যে নাটোর, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে মানসম্মত আম সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি. জানিয়েছে যে, গত ৬ জুন থেকে চাঁপাইনবাবগঞ্জ এ অবস্থিত আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি. এর পাল্প প্রসেসিং ফ্যাক্টরিতে আম সংগ্রহ এবং পাল্পিং কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এবছর প্রায় ২০ হাজার মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোম্পানিটি। এই আম সংগ্রহ এবং পাল্পিং কার্যক্রম আগামী আগস্ট মাস পর্যন্ত চলমান থাকবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর