ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাঙামাটি সন্ত্রাসীদের গুলিতে নিহত ২
রাঙামাটি জেলার লংগদু ও কাপ্তাই উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিত দুইজন নিহত ও এক শিশু আহত হয়েছে। রাঙামাটির লংগদু উপজেলায় জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের এক সাবেক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃৃত্তরা। নিহত ব্যক্তির নাম কালাধন চাকমা এনজয় (২৫)। এই সময় তার শিশু সন্তান আদর্শম চাকমাও ( ১৮ মাস) গুলিবিদ্ধ হয়। অন্যদিকে কাপ্তাই উপজেলার চিত্মরম এলাকায় জনসংহতি সমিতি (সন্তু লারমা)র এক কর্মীকে গুলি  করে হত্যা করেছে সন্ত্রাসীরা।   স্থানীয় এলাকাবাসি সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক নয় টার দিকে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের উত্তর উল্টাছড়ি এলাকায় নিজ বাসায় সন্তানকে নিয়ে বসে ছিলেন এনজয়। এই সময় একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি করে। তিনি ঘটনাস্থলেই নিহত হন। গুলিতে তা শিশু সন্তান আদর্শম চাকমাও আহত হয়।   রাঙামাটির লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানিয়েছেন, ঘটনাস্থল লংগদু-বাঘাইছড়ি ও দীঘিনালা সীমান্তে অবস্থিত। এলাকাটি দুর্গম হওয়ার সেখানে পুলিশ পৌঁছাতে ৭/৮ ঘন্টা সময় লাগবে। পুলিশ ও সেনাবাহিনী ও রওনা হয়েছে বলেও জানান তিনি।   এদিকে, রাঙামাটির কাপ্তাই উপজেলার চিত্মরম এলাকার চন্দ্রঘোনার আগাপাড়া এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত লালথোয়া (২৪) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে। নিহত ব্যক্তি জনসংহতি সমিতি (সন্তু লারমা)’র সদস্য বলে জানা গেলেও হত্যাকারিরা কোন দলের সমর্থক তা নিশ্চিত হওয়া যায়নি।   রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এই পাতার আরো খবর