ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কাল চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল

কানসাট আন্দোলনের নেতা গোলাম রাব্বানীর বাড়িতে হামলা ও অগ্নিকান্ডের ঘটনায় নিহত অটোচালক রুবেলকে ছাত্রদল নেতা দাবী করে ঘটনার প্রতিবাদে আগামীকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮দল।

আজ দুপুরে শিবগঞ্জ উপজেলা বিএনপি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনের ঘোষণা দেন জেলা বিএনপি'র সভাপতি সাবেক হুইপ অধ্যাপক শাহজাহান মিয়া।

এদিকে নিহত রুবেলের লাশ আজ বিকেলে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল কানসাটে গোলাম রাব্বানীর বাড়িতে হামলার সময় সংঘর্ষে জামায়াত কর্মী খলিল মৃধার ছেলে রুবল মৃধা (২৪) বোমার আঘাতে নিহত হয়।

এদিন জেলা বিএনপি'র সভাপতি নিহত রুবেলকে বিএনপি কর্মী বলে দাবী করলেও তার পিতা দাবী করে রুবেল কোন দলের কর্মী নয়। কিন্তু মাত্র ১২ঘন্টার ব্যবধানে আজ তার পিতা খলিল মৃধা জানায় তার ছেলে রুবেল বিএনপি'র কর্মী ছিল।

এর আগে সংবাদ সম্মেলনে বিএনপি'র পক্ষ থেকে নিহত রুবেলকে কলেজ ছাত্র এবং ছাত্রদল কানসাট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক বলে দাবী করা হয়েছে।  এমন প্রশ্নের জবাবে রুবলের পিতা খলিল মৃধা জানান, রুবেল কানসাট হাইস্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে। তবে প্রায় ১০বছর আগে সে লেখাপড়া ছেড়ে দিয়ে মিশুক ও অটো চালাচ্ছিল।

এদিকে রুবেলকে নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দেয়ায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।  



এই পাতার আরো খবর