ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ বনদস্যু গুলিবিদ্ধ

সুন্দরবনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু মেঝোভাই বাহিনীর সদস্য জয়নাল (২৬) ও জসীম (২৫) গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রামদা ও একটি দেশি বন্দুক উদ্ধার করেছে।

শনিবার রাত ১০টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাদার নদী সংলগ্ন জয়াখালী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জয়নাল ও জসীমের বাড়ি খুলনা জেলার কয়রায়। তারা মেঝোভাই বাহিনীর সদস্য।

সাতক্ষীরার শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, 'অপহৃত জেলেদের উদ্ধারে গোপন সংবাদের ভিত্তিতে মেঝোভাই বাহিনীর আস্তানায় অভিযান চালালে প্রায় ২০ মিনিট ধরে ‘বন্দুকযুদ্ধ’ চলে। এ সময় পুলিশের পক্ষ থেকে ৩০ রাউন্ড ও বনদস্যুরা ১০ রাউন্ড গুলি ছোড়ে। এতে দুই বনদস্যু গুলিবিদ্ধ হয়। অন্যরা গহীন জঙ্গলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।'



এই পাতার আরো খবর