তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘হুমকি ধমকিতে কোনো লাভ হবে না। জঙ্গি সর্মথক খালেদা জিয়া গণতন্ত্রের ও দেশের জন্য হুমকিস্বরূপ।’
তিনি বলেন, ‘বাংলাদেশকে আরেক ধাপ এগিয়ে নিতে ও উন্নতি করতে হলে বিএনপি চক্রের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে।’
তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আল্লাহর কাছে তওবা ও জনগণের কাছে মাফ চাওয়ার আহ্বান জানিয়েছেন।
কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আজ বিকেল ৫টায় উপজেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এ জনসভায় জাসদের হাজার হাজার নেতাকর্মী যোগ দেন।
তথ্যমন্ত্রী খালেদা জিয়াকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘জঙ্গিবাদ ত্যাগ করুন, যুদ্ধাপরাধী বর্জন করুন, নাশকতা বন্ধে দৃঢ় ভূমিকা রাখুন, তবেই কেবল আপনার মুখে নির্বাচন ও গণতন্ত্রের কথা শোভা পায়।’
হাসানুল হক ইনু বলেন, ‘এটি যুদ্ধ। যুদ্ধে আপনি (খালেদা জিয়া) জঙ্গির পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে। এই যুদ্ধে কোনো আপোস, ফয়সালা কিংবা মাঝামাঝি নেই।
ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৩ অক্টোবর, ১৪/ সালাহ উদ্দীন