ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশ-বিজিবির ওপর হামলার ঘটনায় শিবগঞ্জ উপজেলার বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুস সবুরসহ জামায়াত-শিবিরের ১২জনকে গ্রেফতার করা হয়েছে।

৯বিজিবি'র উপ-পরিচালক মেজর মোসলেহ উদ্দিন জানান, গতকাল রাত ১টার দিকে ম্যাজিষ্ট্রেট, বিজিবি ও পুলিশ শিবগঞ্জ উপজেলার রসুলপুর ও ইসরাইল মোড় এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর রায় ঘোষণার দিন বুধবার বিকেল ৩টার দিকে শিবগঞ্জে পুলিশ-বিজিবির সদস্যদের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষ বাধে। এসময় গুলিবর্ষণ ও বোমাবাজির ঘটনা ঘটে। এতে পুলিশ-বিজিবিসহ অন্তত ৩০জন আহত হয়।

এঘটনায় শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) চৌধুরী জুবায়ের ফয়সাল বাদী হয়ে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কেরামত আলী, জামায়াতের উপজেলা আমীর মনিরুল ইসলামসহ ৩০জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ১২/১৩'শ জনকে আসামী করে বুধবার রাতে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ১৪/ সালাহ উদ্দীন

 



এই পাতার আরো খবর