ঢাকা, রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

কলাপাড়ার শিববাড়িয়া নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

পটুয়াখালীর কলাপাড়ায় শিববাড়িয়া নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

আজ দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করে। উপজেলার মৎস্য বন্দর মহিপুর থেকে এ অভিযান শুরু হয়। প্রথম দিনে প্রায় ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

পর্যায়ক্রমে শিববাড়িয়া নদীর দুই তীরের সকল স্থাপনা অপসারণ করা হবে বলে মহিপুর ভূমি সহকারী কর্মকর্তা সুরেন চন্দ্র জানিয়েছেন।

জানা গেছে, শিববাড়িয়া নদী সংরক্ষণ ও দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে সম্প্রতি বাংলাদেশ পরিবেশ ও আইনবীদ সমিতি (বেলা) উচ্চ আদালতে একটি রিট আবেদন করে। আদালত শিববাড়িয়া নদী সংরক্ষণের পাশাপাশি দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন ও আব্দুল ওয়াদুদের সমন্বয়ে গঠিত টিম উচ্ছেদ অভিযান শুরু করে।

বঙ্গোপসাগরের আন্ধার মানিক মোহনা থেকে শুরু হয়ে কাউয়ার পর্যন্ত শিববাড়িয়া চ্যানেলটি জেলেদের একমাত্র আশ্রয়স্থল। কিন্তু প্রাকৃতিকভাবে ভরাটের পাশাপাশি দুই তীর দখল করে তোলা হয় অবৈধ স্থাপনা।

বিডি-প্রতিদিন/ ২৯ নভেম্বর ১৪/ সালাহ উদ্দীন

 



এই পাতার আরো খবর