ঢাকা, রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ায় ককটেল ফাটিয়ে ডাকাতি নগদ টাকা ও সোনার গহনা লুট

বগুড়ার আদমদীঘির ধুলাতইর দিঘীরপাড় গ্রামের আবু বক্করের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের মারপিটে গৃহকর্তা ও তার স্ত্রী এবং ছেলে-মেয়ে আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকাত দল ওই বাড়ি থেকে নগদ ৭০ হাজার টাকা ও দেড়ভরি সোনার গহনা লুট করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে।

জানা যায়, রাত ১ টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত ওই বাড়িতে হানা দেয়। ডাকাতরা কয়েকটি শক্তিশালী ককটেল ফাটিয়ে বাড়ির সীমানা প্রচীর টপকে প্রবেশ করে। এরপর ডাকাতরা গৃহকর্তা ও তার ছেলে মেয়ের ঘড়ের দরজা ভেঙ্গে মারপিট করে। পরে তাদের বেঁধে রেখে নগদ ৭০ হাজার টাকা ও গৃহকর্তার স্ত্রী জোসনা বেগম ও মেয়ে সাথীর হাত-কান ও গলায় পড়ে থাকা প্রায় দেড় ভরি ওজনের সোনার গহনা লুট করে। আহত অবস্থায় গৃহকর্তা আবু বক্কর (৫৫) ও তার ছেলে সবুজকে (২৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) জহুরুল হক ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো কোন মামলা দায়ের হয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বিডি-প্রতিদিন/ ২৯ নভেম্বর ১৪/ সালাহ উদ্দীন

 



এই পাতার আরো খবর