ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার

হরতাল-অবরোধে সন্ত্রাস ও নাশকতাকারীদের ধরিয়ে দিতে এবার মুন্সীগঞ্জ পুলিশ সুপার ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছেন।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার সাংবাদিকদের জানিয়েছেন, পেট্রলবোমা, ককটেল নিক্ষেপ, বাস-ট্রাক ভাঙচুরসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগকারী সন্ত্রাসী ও নাশকতাকারীদের হাতে-নাতে ধরিয়ে দিতে পারলে তাকে ৫০ হাজার টাকার পুরস্কার দেয়া হবে। এ নিয়ে মুন্সীগঞ্জ শহর ও আশপাশ এলাকায় মাইকিং করে নাশকতাকারীদের হাতে-নাতে ধরিয়ে দিলে পুরস্কারের এ ঘোষণা ও প্রচার করা হয়।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের ফকির জানান, নাশকতাকারীদের হাতে-নাতে ধরিয়ে দিতে পারলে পুলিশ সুপারের সরকারি তহবিল থেকে পুরস্কারের এ টাকা দেয়া হবে।  

 

বিডি-প্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৫/ রশিদা



এই পাতার আরো খবর