ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

জেলার কেন্দুয়া উপজেলার স্বল্প মাইজহাট গ্রামে স্ত্রী ফাতেমা খাতুনকে নৃশংসভাবে হত্যার দায়ে স্বামী রুবেল মিয়ার (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এক জনাকীর্ণ আদালতে অতিরিক্ত দায়রা জজ আব্দুল হামিদ এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ঘটনার ৮ বছর পূর্বে স্বল্প মাইজহাট গ্রামের মৃত শারফুল জামানের পুত্র রুবেলের সঙ্গে একই গ্রামের আব্দুল জলিলের মেয়ে ফাতেমার বিবাহ হয়। কিন্তু দাম্পত্য জীবনে যৌতুক নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। এরইমধ্যে ফাতেমা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এরপর গত ২০০৯ সালের ২৫ আগস্ট রাতে স্ত্রীকে মারপিটের এক পর্যায়ে কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করে। ঘটনা টের পেয়ে এলাকাবাসী রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরদিন নিহতের বড় ভাই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে রুবেলকে একমাত্র আসামী করে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। একই বছরের সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ পুলিশ আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করলে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণান্তে আদালত উপরোক্ত রায় প্রদান করেন।  

 

বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৫/ রশিদা



এই পাতার আরো খবর