ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

জামালপুরে কালবৈশাখী ঝড়ে একজনের মৃত্যু

জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় নিঝুম (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এলাকাব‍াসীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঝড়ে গাছ ভেঙে ঘরের উপর পড়লে ঘুমন্ত অবস্থায় নিঝুম গুরুতর আহত হন। পরে থাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভোর ৫টার সময় তিনি মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন  

 



এই পাতার আরো খবর