ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কুষ্টিয়াতে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে: তথ্যমন্ত্রী
ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেসরকারি উদ্যোগে ও সরকারের পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়াতেও একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তার এই ঘোষণা বলে জানান তিনি।

শুক্রবার সকালে কুষ্টিয়ার শিলাইদহে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় মন্ত্রী আরও বলেন, ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্র স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহে শান্তিনিকেতনের আদলে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। তবে যে কোন কারণেই হোক বিশ্ববিদ্যালয়টি সিরাজগঞ্জের শাহাজাদপুরে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই কুষ্টিয়ায় বেসরকারি উদ্যোগে একটি রবীন্দ্র বিশ্ববিদ‌্যালয় করা হবে। সরকার এই উদ্যোগে সব ধরণের পৃষ্ঠপোষকতা দেবে।

পরে মন্ত্রী শিলাইদহ কুঠিবাড়ির স্থায়ী মঞ্চে আয়োজিত তিনদিনের রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বিডি-প্রতিদিন/০৮ মে ২০১৫/ এস আহমেদ



এই পাতার আরো খবর