ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

উপাচার্যহীন বাকৃবি\\\'র এক মাস

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত এক মাসেও নিয়োগ হয়নি উপাচার্য। যার ফলে এপ্রিল মাসের বেতন-ভাতা তুলতে পারেনি বিশ্ববিদ্যালয়ের পরিবারের কেউ। সেই সাথে বন্ধ রয়েছে প্রায় ২০০ গবষেণা প্রকল্পের কার্যক্রম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানাযায়, গত ৭ এপ্রিল রাতে 'বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল অবস্থা ও অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অক্ষম' এই কারণ দেখিয়ে পদত্যাগ করেন উপাচার্য ড. মো. রফিকুল হক। নারী কেলেঙ্কারি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন 'গণতান্ত্রিক শিক্ষক ফোরামে'র আন্দোলনের মুখে মূলত তিনি পদত্যাগ করতে বাধ্য হন। পদত্যাগের প্রায় এক মাস পেরিয়ে গেলেও নিয়োগ হয়নি নতুন উপাচার্য।

উপাচার্য না থাকায় এখন পর্যন্ত বেতন উত্তোলন করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী। যার ফলে চাপা ক্ষোভ বিরাজ করছে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মাঝে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল খালেক স্বাক্ষরিত এক চিঠিতে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ।

সূত্র মতে, বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে প্রায় ২০০ গবষেণা প্রকল্পের কার্যক্রম। বন্ধ হয়ে আছে শিক্ষাবৃত্তি প্রদান, সনদ ও মার্কশিট উত্তোলন এবং শিক্ষা সফর।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বলেন, 'গত (বৃহস্পতিবার) রাতেও শুনেছিলাম নিয়োগ হবে। উপাচার্যের অভাবে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমই মুখ থুবড়ে পড়েছে। অচল হয়ে পড়েছে পুরো বিশ্ববিদ্যালয়। এমনকি গত মাসের বেতনও পাইনি আমরা। অস্থায়ী ভিত্তিতে একজন উপাচার্য দিলেও আপাতত চলত। আমরা শুধু সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি, অন্য কোন সুযোগ আমাদের নেই।'

  বিডি-প্রতিদিন/ ০৮ মে ১৫/ সালাহ উদ্দীন  

 



এই পাতার আরো খবর