ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জামালপুরে ভেস্তে গেছে ২৪টি বাল্যবিয়ের উদ্যোগ

জামালপুরের পুলিশ সুপারের উদ্যোগে জেলার ২৪টি বাল্যবিবাহের আয়োজন ভেস্তে গেছে। আজ বৃহস্পতিবার জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্যটি জানানো হয়।

জেলা নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্রকল্পের আওতায় জেলার প্রতিটি এলাকার মানুষকে সচেতন করার নানা উদ্যোগ নেয়ার পাশাপাশি প্রতিটি এলাকায় সামাজিক সুরক্ষা কমিটি গঠন করা হয়। এছাড়া জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান জানিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দেন। তার উদ্যোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা এগিয়ে আসে। পরে এলাকাবাসীর সহায়তায় গত ১৬ মে থেকে ৪ জুন পর্যন্ত জেলার বিভিন্ন এলাকার ২৪টি বাল্যবিয়ের আয়োজন ভেস্তে যায়। মতবিনিময় সভায় বাল্যবিয়ে বন্ধ হওয়া কিশোরী, তাদের অভিভাবক, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।  

 

বিডি-প্রতিদিন/ ০৪ জুন, ২০১৫/ রশিদা



এই পাতার আরো খবর