ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

নীলফামারীতের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন

বাংলাদেশের সঙ্গে যোগ হওয়া নতুন ভূখণ্ডগুলোতে (ছিটমহল) আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শুরু হয়েছে। শনিবার সকাল ৭টায় নীলফামারীর বড় খানকি খারিজা গিতালদহে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। সে সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) মজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

একই সাথে অপর তিন নতুন ভূখন্ডে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

দিনটি স্মরণীয় করে রাখতে শুক্রবার সন্ধ্যা থেকে গান বাজনা, পটকা ফুটিয়ে আনন্দ উৎসবে মিলিত হয় মানুষ। রাত ১২টা ১মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয় বাংলাদেশের নতুন ভূখন্ডে।

মূল আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, গয়াবড়ি ইউপি চেয়ারম্যান শরিফ ইবনে ফায়সাল মুন, টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন ও খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন উপস্থিত ছিলেন।

 

বিডি-প্রতিদিন/০১ আগস্ট ২০১৫/ এস আহমেদ



এই পাতার আরো খবর