ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

শেরপুর পৌরসভার বাজেট
শেরপুর প্রতিনিধি

দেড় শ বছরের ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ২০২১-২২ অর্থবছরের জন্য ৭৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল পৌরসভার সম্মেলন কক্ষে। পৌরসভায় মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে এবং পৌর সচিব আবু লায়েছ মো. বজলুল করিমের সঞ্চালনায় এ প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।

বাজেট ঘোষণা করেন সদ্য করোনামুক্ত মেয়র লিটন। পৌরসভার প্যানেল মেয়র, কাউন্সিলর ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বাজেট উপস্থাপন করা হয়। ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে পৌরসভার উন্নয়নে ৭৭ কোটি ৩০ হাজার ২৯৬ টাকা আয়, ৬৬ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ব্যয় এবং ১০ কোটি ৬৩ লাখ ৬২ হাজার ৭৯৬ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। এদিকে বৈশ্বিক করোনাকালীন মহামারীতে করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন ব্যাংক নামে একটি সংগঠনকে পৌরসভার তহবিল থেকে ১ লাখ টাকা তাৎক্ষণিক অনুদান প্রদানের ঘোষণা দেন মেয়র।



এই পাতার আরো খবর