ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুন্দরবন ও নদী বাঁচাতে নৌ সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি:

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে সুন্দরবন ও পশুর নদী বাঁচানোর দাবিতে মংলায় জেলেদের নিয়ে নৌ সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ।

পশুর রিভার ওয়াটারকিপার নুর আলম শেখের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে পশুর নদীর চিলা এলাকায় অনুষ্ঠিত নৌ সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরিফ জামিল, বিশেষ অতিথি বাপা’র সিলেট জেলার সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম এবং মংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব উপস্থিত ছিলেন। 

সমাবেশে বাপা’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরিফ জামিল বলেন, গত ২০ দিনের মধ্যে সুন্দরবনে ৩ বার আগুন লেগেছে। এ আগুন লাগার কারণ সবাই জানে সরকার জানে না। সরকার জানলেও সেটার কোন ব্যবস্থা নেয় না। সরকারের সুন্দরবন ব্যবস্থাপনায় দেউলিয়াত্ব ও উদাসিনতা বার বার প্রমানিত হয়েছে। 

বক্তারা সুন্দরবন রক্ষা করার জন্য সরকারকে আন্তরিকভাবে পদক্ষেপ নিতে দাবী জানায়। 

 

 

বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৬/ হিমেল-২৪



এই পাতার আরো খবর