ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

বাসের ধাক্কায় কবিরাজ নিহত
চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় আবদুল মান্নান(৪৫) নামের এক কবিরাজ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আবদুল মান্নানের বাড়ি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। 

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, আবদুল মান্নান ওরফে মান্নান কবিরাজ সড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম অভিমুখী দ্রুতগামী একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন মান্নানকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৬/ আফরোজ



এই পাতার আরো খবর