ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

শরীয়তপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
শরীয়তপুর প্রতিনিধি:
প্রতীকী ছবি

নিখোঁজের একদিন পর শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগরের একটি পুকুর থেকে স্কুলছাত্রী তত্নার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সে পুনাইখার কান্দি গ্রামের ইকবাল শাহার মেয়ে এবং পুনাইখারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে পুকুরে গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হয় রত্না। গোসল শেষে পার্শ্ববর্তী মামা বাড়ি যাওয়ার কথা ছিল তার। সন্ধার পরও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন মামা বাড়ি খোঁজ নিতে গিয়ে জানতে পারে রত্মা নিখোঁজ। এরপর সারারাত খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যায়নি রত্নার। শনিবার সকালে পুকুরের কিনারে রত্মার মরদেহ ভাসতে দেখে স্বজনরা। পুলিশে খবর দেয়া হলে বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 

বিডি-প্রতিদিন/২৯ জুলাই, ২০১৭/মাহবুব



এই পাতার আরো খবর