ঢাকা, শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

'দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি'
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

রোহিঙ্গা সমস্যা নিয়ে বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। 

শনিবার কেরাণীগঞ্জের আটি বাজার বহুমূখী ব্যবসায়ী সমবায় সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্বব্যাপী সমাদৃত, আলোচিত ও প্রশংসা অর্জন করেছেন। বাংলাদেশের একটি রাজনৈতিক দল এটাকে ভালো চোখে দেখছেন না। দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।

ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হাজী মো.জাকির হোসেনের সভাপতিত্বে করাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহে এলিদ মাইনুল আমিন, ভাকুর্তা ইউপি চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, যুবলীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম,আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৭/এনায়েত করিম



এই পাতার আরো খবর