ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

হবিগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালন
হবিগঞ্জ প্রতিনিধি

‘আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব’-শ্লোগান নিয়ে হবিগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেবে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে। একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল এর সভাপতিত্বে ও বিআরটিএর মটরযান পরিদর্শক শরফুদ্দিন আখঞ্জির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, জেলা স্কাউটস এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, প্রেসকাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, এমদাদুর রহমান বাবুল ও আব্দুল্লা আল মামুন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবহন শ্রমিক এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর



এই পাতার আরো খবর