ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

নকল জাতীয় পরিচয়পত্র তৈরীর দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিচয়পত্রের নকল স্মার্টকার্ডসহ বিভিন্ন সরকারি দফতরের নকল পরিচয়পত্র তৈরীর দায়ে জি এস এম মুর্শেদ সুমন নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

জিএসএম মুর্শেদ সুমন শহরের নিমতলা মোড়ের ডিজিটাল গ্রাফিক্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও পৌর এলাকার আজাইপুর মহল্লার মৃত ওমর ফারুকের ছেলে। 

রবিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এ রায় দেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের নিমতলা মোড়ের ডিজিটাল গ্রাফিক্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ডসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নকল পরিচয়পত্র পাওয়া যায়। পরে তাকে দুই মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২০দিনের কারাদণ্ড দেয়া হয়। রাতেই মুর্শেদ সুমনকে কারাগানে পাঠানো হয়েছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর