ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

বুধবার সুন্দরবন পরিদর্শনে আসছে জাতিসংঘের যৌথ মিশন
বাগেরহাট প্রতিনিধি :

জাতিসংঘের যৌথ মিশনের চার সদস্য আগামীকাল বুধবার দুপুর থেকে শুরু করবে সুন্দরবন পরিদর্শন। যৌথ মিশনের সদস্যরা দুপুরে বাগেরহাটের মোংলা থেকে নৌযানে করে সুন্দরবন পরির্দশন শুরু করবে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর এবং প্রকৃতি রক্ষার বৈশ্বিক সংগঠন আইইউসিএনের একটি যৌথ মিশনের পরিবেশবিদরা ৪ দিন সুন্দরবনে অবস্থান করবেন। 

তারা পরিবেশগত হুমকির মুখে থাকা ওয়ার্ল্ড হ্যারিটেজ এই বনের জীববৈচিত্র্যের বর্তমান অবস্থান সরেজমিনে দেখবেন ও তথ্য-উপাথ্য সংগ্রহ করবেন। জাতিসংঘের এই মিশনে রয়েছেন ইউনেস্কোর নয়াদিল্লী অফিসের প্রোগ্রাম স্পেশালিস্ট ফর ন্যাচারাল সায়েন্স বিভাগের মিস্টার গাই ব্রুক, ওয়ার্ল্ড হ্যারিটেজ সেন্টারের মিজ অ্যাকান নাকামুরা, আইইউসিএনের এলিনা অসিপভা ও এন্ড্রো ওয়াইট। এই যৌথ মিশনের সদস্যরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। বন অধিদপ্তরসহ একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর