ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ে বিএডিসি শ্রমিকদের বিক্ষোভ মিছিল
ঠাকুরগাঁও প্রতিনিধি

শ্রমিকদের নিয়মিত কাজ, মজুরি বৃদ্ধি, ঈদ বোনাসসহ চার দফা দাবি আদায়ের লক্ষে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে বীজ উৎপাদন খামারের বিএডিসি শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে জেলার কলেজপাড়া বিএডিসির সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে শ্রমিক নেতারা বলেন, বর্তমানে ৪শ টাকা শ্রমিকদের মুজুরি প্রদান করা হচ্ছে, যা বর্তমান সময়ে কম। এছাড়া শ্রমিকদের নিয়মিত কাজে নিচ্ছেন না বিএডিসি কর্র্তৃপক্ষ। আমরা চাই আমাদের বেতন বৃদ্ধিসহ নিয়মিত কাজে নিতে হবে। সেই সঙ্গে ঈদ বোনাস প্রদান করতে হবে। তা না হলে বিএডিসির শ্রমিকরা কাজে আসবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিএডিসি চত্বর এলাকায় প্রদক্ষিণ করে তাদের দাবি বাস্তবায়নের শ্লোগান দেন।  

বিডি প্রতিদিন/আল আমীন

 



এই পাতার আরো খবর