ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

নরসিংদীতে ২৫ হাজার মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকাসহ আশেপাশের এলাকার ২৫ হাজার মানুষের মাঝে মোরগ-পোলাও, ডিম, মিষ্টি ও ফিরনী, পানীয় বিতরণ করা হয়েছে। নরসিংদী পৌরসভার মেয়রের ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করা হয়।

সারাদেশে চলমান করোনা সংকট মোকাবিলায় গত ১৭ মার্চ থেকে নানামুখী কর্মসূচি গ্রহণ করেন নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল। এরই ধারাবাহিকতায় আজ ২৫ হাজার মানুষকে ঈদুল ফিতর উপলক্ষে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

এর আগে তিনি করোনা সংকটে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অসহায়, দুস্থ, কর্মহীন শ্রমিকসহ নানা পেশাশ্রেণীর ২০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি পুরো রমজান মাসব্যপী প্রতিদিন ৫ হাজার মানুষকে ইফতার করানো ছিল গৃহীত কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া পৌরবাসীর মধ্যে ৫০ হাজার মাস্ক, ২৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার, জেলার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য ২ হাজার পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করেন। 

বিডি প্রতিদিন/আল আমীন



এই পাতার আরো খবর