ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

মুক্তিযোদ্ধা বিএম কুদ্দুসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
অনলাইন ডেস্ক
মুক্তিযোদ্ধা বিএম কুদ্দুস

কুমিল্লার বুড়িচং উপজেলার খ্যাতিমান ব্যক্তিত্ব, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা বিএম কুদ্দুসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৮ এপ্রিল নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা। ১৯৩২ সালে জন্ম নেয়া এই মানুষটি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 

পেশাগত জীবনে শ্রমিকদের কাছে প্রতিবাদী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। নাম আবদুল কুদ্দুস হলেও শ্রমিকদের অধিকার আদায়ে প্রতিবাদী হওয়ায় শ্রমিকরা তাকে বিএম (বিপ্লবী মোহাম্মদ) উপাধী দেয়। সেই থেকেই তিনি বিএম কুদ্দুস হিসেবে পরিচিত হয়ে উঠেন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পারিবারিকভাবে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল/রনক



এই পাতার আরো খবর