ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

নোয়াখালীতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস উপহার
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে সুবিধা বঞ্চিত মানুষদেরকে কোরবানির মাংস উপহার দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন সংগঠন। হতদরিদ্র মানুষের পাশাপাশি অন্যান্য বার কোরবানি দিলেও করোনা পরিস্থিতিতে এবার যারা কোরবানি দিতে পারেনি তাদের মাঝে এসব মাংস উপহার হিসেবে দেওয়া হয়েছে।

নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁনের পক্ষ থেকে আটটি গরু জবাই করে পৌর এলাকার দেড় হাজার পরিবারের মাঝে মাংস, পোলাওর চাল, তেল ও আটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। 

দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী রাতুলের পক্ষ থেকে দেড় হাজার পরিবারের মাঝে কোরবানির মাংস উপহার দেওয়া হয়েছে। প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন নোয়াখালী সদর উপজেলা শাখার পক্ষ থেকে বেসরকারি হাসপাতালে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাংস উপহার দেওয়া হয়।

বিডি প্রতিদিন/আল আমীন



এই পাতার আরো খবর