ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এসময় সাতজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের টেন্ডার পাড়ায় ছায়েব আলী মিয়ার বাড়িতে গানের আসর বসে। সেখানে গান গাওয়া নিয়ে হুমায়ুনের পক্ষের ফুল মিয়া গালমন্দ করে পরশ মিয়ার পক্ষের শিপন মিয়াকে। এনিয়ে ঘটনার দিন বিকেলে উভয়পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়।

পরের দিন বৃহস্পতিবার সকালে এর জের ধরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ১৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

আহতদের মধ্যে একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও অন্যদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে সাজনকে আটক করে।

গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছোয়াব আহমেদ হৃতুল বলেন, পূর্ববিরোধের জেরে উভয় পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে সংঘর্ষ থামাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক বলেন, সাতজনকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর