ঢাকা, রবিবার, ৩০ জুন, ২০২৪

আজকের পত্রিকা

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি
প্রতীকী ছবি

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনুর ইসলাম শাহিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সিঙ্গিমারী পকেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহিন ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে। তিনি টিউবওয়েল মিস্ত্রি।

স্থানীয়রা জানান, সিঙ্গিমারী পকেট এলাকায় টিউবওয়েলের বডিং করতে যান শাহিন। বডিং শেষে টিউবওয়েলের সঙ্গে মোটর সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা শাহিনকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/আল আমীন

 



এই পাতার আরো খবর