পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে তৃণমূল কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ দেলওয়ার হোসেন সিকদার, ইউপি মেম্বার মো. নুরুজ্জামান ও মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি মো. শোয়াইব খান অংশগ্রহণ করেন। সোমবার বেলা ১১টায় ওই ইউনিয়নের ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ৬৭ জন ডেলিগেট কাউন্সিলের উপস্থিতিতে তৃণমূল আওয়ামী লীগের এ ভোট প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হায়দার ফকিরের সভাপতিত্বে এ কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথির বক্তর্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আ. মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার। এ কাউন্সিল অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার।
এ সময় পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এম শাহজাহান পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান,পার্শ^বর্তী রাঙ্গাবালী উপজেলা আওয়াম ীলীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম সিকদার গত ২৭ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য হয়। এ জন্য নির্বাচন কমিশন আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ধার্য করে।
বিডি প্রতিদিন/আল আমীন