ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

রাবনাবাদ নদীর মোহনায় বিপুল পরিমাণ কারেন্টসহ জাটকা জব্দ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীর মোহনায় চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্টসহ জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ এসআই মাহমুদ হোসেন মোল্লা বলেন, সাগর মোহনা ও পায়রা বন্দর সংলগ্ন নদ নদীতে রাতভর অভিযান চালিয়ে ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট ও বেড় জালসহ ১০মণ জাটকা  জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসাসহ স্থানীয় হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। অন্যদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডলের নির্দেশে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ এসআই মাহমুদ হোসেন মোল্লা, এএসআই কামরুল ইসলাম প্রমুখ।

বি ডি প্রতিদিন/অন্তরা



এই পাতার আরো খবর