রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় নির্বাচিতদের সংবর্ধনা দিয়েছে আওয়ামী লীগ। আজ শনিবার সকালে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক বলেন, ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থী আবদুল মালেক মণ্ডল বিজয়ী হয়েছেন। দলীয় ঐক্যর ফল এই বিজয়। আগামীতে পৌরসভার উন্নয়নে তিনি মেয়রকে সবধরনের সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে ভবানীগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আবদুল মালেক মণ্ডল, কাউন্সিলর শরিফুল ইসলাম, সেলিম রেজা, আহাদ আলী প্রামাণিক, দোলাহার হোসেন, হাসান আলী, আবদুল হান্নান, ফয়েজ উদ্দীন মণ্ডল, আবদুল মজিদ, আলমগীর হোসেন, নারী কাউন্সিলর রোনা বিবি, শাহানারা খাতুন ও আনোয়ারা বিবি উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর