ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কালকিনির সেই আওয়ামী লীগ নেতাকে শোকজ
মাদারীপুর প্রতিনিধি
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন সরদার।

‘নৌকায় ভোট না করলে ঘরে ঘুমানো যাবে না’ এমন বক্তব্য দেওয়া বেলাল সরদার নামে আওয়ামী লীগের সেই নেতাকে কারণ দর্শনোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

রবিবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশন আগামী তিন দিনের মধ্যে এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং আওয়ামী লীগের প্রার্থী এস এম হানিফের সমর্থক হিসেবে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণার কাজে নিয়োজিত আছেন বেলাল সরদার।

নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানো আওয়ামী লীগের এই নেতা গত বৃহস্পতিবার বিকেলে কালকিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাঙ্গাসিয়া এলাকায় উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখেন।

এই বক্তব্যের একটি অংশে তিনি বলেছেন, ‘এখানে যারা নৌকার বিরুদ্ধে (ভোট) করেন, আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম, আগামী দুই-এক দিনের ভেতর যদি আপনারা পরিবর্তন হয়ে নৌকা মার্কায় নির্বাচন করেন দেশের স্বার্থে, ভালোভাবে থাকতে পারবেন। আর না হলে ঘরে ঘুমানোর কোনো সুযোগ নেই।’

আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের ৩৩ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে তিনি আরও বলেন, ‘যারা অভিভাবক আছেন, তাদের অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়ে বলি, এই নৌকা মার্কার ঐতিহ্য রক্ষার্থে, শেখ হাসিনার ঐতিহ্য রক্ষার্থে, আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।’

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, এখানে নির্বাচনী প্রচারণায় উসকানিমূলক বক্তব্য প্রদান ও আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন করেছেন বেলাল হোসেন সরদার। আমরা তাকে শোকজ করেছি। তিন দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দিতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন সরদার বলেন, আমি কোনো শোকজ নোটিশ পাইনি। তাছাড়া আমার বক্তব্যের ভিডিও ভুলভাবে প্রচার করা হয়েছে। তাই কমিশনে কী ব্যাখ্যা দেব, সেই বিষয় এখনো কিছু সিদ্ধান্ত করা হয়নি।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর