নিরবচ্ছিন্ন সেচ সুবিধার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কৃষক সমিতির জেলা কমিটির সভাপতি শাহরিয়ার মো. ফিরোজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাজিদুর রহমান, এডভোকেট জামাল আহমেদ, নারী নেত্রী আসমা খানম প্রমুখ।
বক্তারা বলেন, চলমান আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-আখাউড়া সড়কের ফোর লেনের নির্মাণ কাজের জন্য প্রকল্পের সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভরা মৌসুমেও অনেক এলাকার কৃষক এখনো সেচের পানি না পেয়ে জমি রোপণ করতে পারেনি। পানির জন্য অনেক এলাকার জমি শুকিয়ে যাচ্ছে। জমিগুলো পুড়ে ছারখার হয়ে গেছে। তাই কৃষকরা নিরুপায় হয়ে বাড়ি থেকে রাস্তায় নেমে আন্দোলন করছে।
বক্তারা নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে সেচ প্রকল্পের ক্যানেল ও ফোর লেন সড়ক এক সঙ্গে নির্মাণের দাবি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর