ঢাকা, শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

গণপরিবহন চালুর দাবিতে রংপুরে মানববন্ধন
নিজস্ব প্রতিবেক, রংপুর

রংপুরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আজ দুপুরে প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে ৩ দফা দাবি জানান ফেডারেশনের রংপুর জেলা ও বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ মজিদ। এসময় গণপরিবহন চালু ও পর্যাপ্ত খাদ্য সহায়তা পৌঁছে দেয়াসহ তিন দফা দাবি তুলে ধরা হয়।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, দেশে সবকিছু খোলা রেখে শুধু গণপরিবহন বন্ধ রেখে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব নয়।  সারাদেশে হাট-বাজার, শপিংমল, বিপণীবিতান, ব্যাংক খোলা রেখেছে সরকার। শুধু পরিবহন সেক্টর বন্ধ রাখা হয়েছে।  সামনে ঈদ আমরা সন্তানের মুখের দিকে তাকাতে পারছি না। রমজানে সেহরি ইফতরে একটু ভালো খাবারও সুযোগ নেই। আমরা মানবেতর দিন কাটাচ্ছি। আজ সারাদেশে লাখ লাখ শ্রমিক কর্মহীন অবস্থায় আছে।  

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন রংপুর জেলা কমিটির সহসভাপতি তারাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মজনু, জেলা ট্রাক সমিতির সহসভাপতি আশরাফ আলী প্রমুখ। 

বিডি প্রতিদিন/আল আমীন



এই পাতার আরো খবর