ঢাকা, শনিবার, ২ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বড়াইগ্রামে কৃষি জমিতে পুকুর খনন করায় দুইজনকে জরিমানা
নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে পুকুর খনন করার অভিযোগে দুইজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক্সকেভেটরের দুটি ব্যাটারিও জব্দ করা হয়েছে। আজ বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমা খাতুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার কচুগাড়ি ও ভিটাকাজিপুর বিলে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। 

এ সময় কৃষি জমিতে পুকুর খনন করে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন মোতাবেক অভিযুক্ত মমিনুল ইসলাম ও গোলাম রাব্বানীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক্সকেভেটরের দুটি ব্যাটারীও জব্দ করা হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার 



এই পাতার আরো খবর