ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সোনামসজিদ দিয়ে আরও ২ বাংলাদেশির প্রবেশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট দিয়ে ভারতে আটকাপড়া আরও ২ জন বাংলাদেশি দেশে প্রবেশ করেছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভারতের মোহদীপুর দিয়ে সোনামসজিদ চেকপোস্টে প্রবেশ করেন তারা। এ নিয়ে গত তিন দিনে ভারত থেকে দেশে ফিরলেন ৩৭ জন।

বেলা সোয়া ৩টা পর্যন্ত ২ জন বাংলাদেশি সোনামসজিদ চেকপোস্ট দিয়ে প্রবেশ করেছে বলে জানান সোনামসজিদ ইমিগ্রেশন অফিসার এসআই জাফর ইকবাল। তিনি আরও জানান, তাদের স্বাস্থ্য পরীক্ষার পর কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, যাত্রীদের শুধু করোনা আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে স্ক্রিনিং করা হচ্ছে। আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হোটেলে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। কারো করোনা পজেটিভ শনাক্ত হলে তাদের ২৫০ শয্যার জেলা হাসপাতালের আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হবে। আর কোয়ারেন্টাইনে থাকা যাত্রীরা যাতে পলায়ন করতে না পারে দায়িত্বে পুলিশি প্রহরার ব্যবস্থা নেয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর