ঢাকা, বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

৩২ মোবাইল সেটসহ ১১ বিকাশ প্রতারক গ্রেফতার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের ১১ জন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ৩২টি মোবাইল সেট ও ৫৮টি সিম জব্দ করা হয়। 

শনিবার (২২ মে) দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গা থানা পুলিশ কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া ও কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন, কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের ফিরোজ বেপারী (৩৩), রায়হান বোপরী (১৯), আকাশ বেপারী (২২), কাউলীবেড়া গ্রামের সাকিব ফকির (২০) কালামৃধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের ফারুক সেক (২৭), ওবায়দুর (৩৫), ইব্রাহীম মীর (২২), রাসেল তালুকদার (২১) এবং হানিফ মীর (৪৫)। 

এদের বিরুদ্ধে রবিবার (২৩ মে) ভাঙ্গা থানায় প্রতারণার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে রবিবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করেছেন। 

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের ১১ জনকে গ্রেফতার করেছি। এরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জায়গার মানুষের সাথে প্রতারণা করে আসছিল।  

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর