ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হাতীবান্ধায় ‘অতিরিক্ত টাকা দাবি করায়’ ইউপি সচিব অবরুদ্ধ
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় জন্ম নিবন্ধন কার্ডের জন্য সরকারি ফি’র চেয়ে অতিরিক্ত টাকা আদায় ও জন্ম নিবন্ধন কার্ডের জন্য দীর্ঘদিন ধরে ভোগান্তির ফলে ইউপি সচিব ওবায়দুল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন এলাকাবাসী।

পরে ইউপি চেয়ারম্যান অতিয়ার রহমান আতি সচিবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা চলে যায়। বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার ৪ নম্বর টংভাঙ্গা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব ওবায়দুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি ফি উপেক্ষা করে মানুষের নিকট থেকে অতিরিক্ত টাকা গ্রহণ করে আসছিলেন। দীর্ঘদিন ধরে জনগণকে ভোগান্তির ফলে বুধবার ভুক্তভোগীরা ক্ষুব্ধ হয়ে ওই সচিবকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান অতিয়ার রহমান আতি সচিবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়।

ভুক্তভোগী মতিয়ার রহমান নামে এক ব্যক্তি বলেন, ইউপি সচিব ওবায়দুল ইসলামের নিকট জন্ম নিবন্ধন করার জন্য গেলে সরকারি ফি’র চেয়ে অতিরিক্ত টাকা দাবি করেন। তাই তার শাস্তির দাবিতে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

রুবি বেগম নামে আরেকজন জানান, এই ইউপি সচিব ঘুষ ছাড়া কোনো কাজ করে না। আমরা এর শাস্তি চাই। আমার সন্তানের জন্ম নিবন্ধনের জন্য তাকে ২০০ টাকা দিয়েছি। আজ ২৫ দিন থেকে আমাকে ঘুরাইতেছে। কিন্তু তিনি আমাকে কার্ড দিচ্ছেন না। এ বিষয়ে টংভাঙ্গা ইউপি সচিব ওবায়দুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

বিষয়টি নিশ্চিত করে টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান আতি বলেন, অতিরিক্ত ফি দাবি করায় এলাকাবাসী সচিবকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে সচিবকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর