ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেত্রকোনায় হাওরে নৌ দুর্ঘটনা রোধে সুরক্ষা সামগ্রী বিতরণ
অনলাইন ডেস্ক

নেত্রকোনার হাওরাঞ্চলে নৌ-দুর্ঘটনা প্রতিরোধে নৌকার চালক, মালিক ও ইজারাদারদের সাথে মত বিনিময় ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মদন উপজেলার উচিৎপুর পর্যটন কেন্দ্র ঘোষিত নৌ ঘাটে আজ শনিবার দুপুরে উপজেলা প্রশাসন এই মত বিনিময়ের আয়োজন করে।

এতে উপজেলার নৌ চালক, মালিক ও ইজারাদাররা অংশ নেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, নেত্রকোনা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, মদনের ওসি তদন্ত উজ্জ্বল কান্তি সরকার, ঘাট ইজারাদার লাহুত মিয়া, জাকির মিয়া, নৌকার মালিক মো. শাহজাহান,  চালক জাহাঙ্গীর প্রমুখ। 

এ সময় জেলায় ২২৬টি নৌ চলাচল করে বলে জেলা প্রশাসক জানালেও জেলায় প্রায় তিন হাজারের বেশি নৌযান বিভিন্ন নৌ রুটে চলে বলে জানা গেছে। মতবিনিময় সভা শেষে নৌ মালিকদের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। উল্লেখ্য, গত বছর বর্ষা মৌসুমে মদন হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে ১৮ জনের মৃত্যু হয়েছিল।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর