রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন পদ্মা নদীতে জেলের জালে ১১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাস মাছ আটকা পড়েছে।
উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় স্থানীয় জেলে খোরশদ আলমের জালে মাছটি ধরা পড়লে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি বিক্রি করেন। খোরশেদ আলম জানান, 'প্রতিদিনের মতো পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলি। ভোরের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৬নং এলাকায় জাল তুলতেই বিশাল আকৃতির এই পাঙ্গাস মাছটি ধরা পড়েছে।'
দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনি আরিফা মৎস্য ভান্ডারের ব্যবসায়ী মো. চান্দু মোল্যা বলেন, মাছটির উন্মুক্ত দামে ১২শ' টাকা কেজি দরে ১৩ হাজার ৯২০ টাকা দিয়ে মাছটি ক্রয় করি।' রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, 'মা ইলিশ ও জাটকা সংরক্ষণ অভিযানের ফলে পদ্মায় এই পয়েন্টে মা পাঙ্গাস ও পাঙ্গাসের পোনা হয়েছে। ফলে পদ্মা নদীতে প্রচুর পরিমাণে পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ পাওয়া যাবে।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির